Monday, April 20, 2009

সন্তানকে নিয়ে স্বপ্ন

সন্তানকে নিয়ে স্বপ্ন

‘তূণীর’ নামের ছেলে এবং ‘ছুটি’ নামের মেয়ে
বাবা ও মা ধন্য হলো এদের কাছে পেয়ে।
স্বগ্ন দেখি- এরাই হবে যোগ্য নাগরিক
এদের প্রভায় জাগবে মানুষ, দীপ্ত চতুর্দিক।

তপন বাগচী
যুগ্ম বার্তা সম্পাদক,
একুশে টেলিভিশন, ঢাকা

‘গণমুক্তি’ পত্রিকার উপন্যাস সংখ্যার জন্য লেখা ও সহযোগিতার আহ্বান

‘গণমুক্তি’ পত্রিকার উপন্যাস সংখ্যার জন্য লেখা ও সহযোগিতার আহ্বান
প্রিয় সুহৃদ,ঢাকা থেকে প্রকাশিত উৎপল বিশ্বাস সম্পাদিত ‘গণমুক্তি’ নামে একটি পত্রিকার সঙ্গে আমার আত্মিক যোগ রয়েছে। ইতোমধ্যে তাঁর সম্পাদনায় ‘নমঃশূদ্র’, ‘দুর্গত জনগোষ্ঠী’, ‘লোকধর্ম’ সংখ্যা নামে তিনটি বড় সংখ্যা সাধারণ পাঠকের পাশাপাশি সুধীজনেরও মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষত ফোকলোর, ইতিহাস, নৃতত্ত্ব, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান ও সাহিত্যের পাঠকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। অধ্যাপক দিব্যদ্যুতি সরকারকে অতিথি সম্পাদক করে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘পুণ্ড্রক্ষত্রিয়’ সংখ্যা। প্রাক্কলিত সংখ্যার অতিথি সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে এই অভাজনকে। এই সংখ্যার বিষয়সকল উপন্যাস নিয়ে আলোচনার সুযোউপমহাদেশে প্রচলিত মিথ, উদ্বাস্তু, নিম্নবর্গ, আদিবাসী ও ক্ষুদ্র পেশাজীবীর সংকট প্রভৃতি বিষয় নিয়ে যে সকল উপন্যাস রয়েছে, সেগুলোর পাঠ-প্রতিক্রিয়া কিংবা আলোচনা প্রকাশ করা যেতে পারে। এধরনের প্রতিটি উপন্যাসের স্বতন্ত্র আলোচনা, সমগোত্রীয় উপন্যাসের আলোচনা, নির্দিষ্ট একটি উপন্যাসের আলোচনাও হতে পারে আপনার অংশগ্রহণের বিষয়। কেবল বিখ্যাত উপন্যাস কিংবা বিখ্যাত লেখক নয়, বিষয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা একটি তালিকা প্রস্তুত করেছি। এই তালিকা নির্বাচনে কেবল নিজের পাঠ-অভিজ্ঞতাকেই কাজে লাগানে হয়েছে। তাই এটি যে অসম্পূর্ণ, তা বলাই বাহুল্য। আপনার জানা তথ্যের ভিত্তিতে এই তালিকাটি পূর্ণ হতে পারে। এর সঙ্গে নতুন নাম যুক্ত হতে পারে, কিংবা আপত্তি থাকলে এই তালিকা থেকে কোনো নাম বাদ দেয়া যেতে পারে। আপনার সুচিন্তিত অভিমত নিয়ে তালিকাটি পূর্ণ করতে চাই। আর সেই তালিকার উপন্যাসগুলোর আলোচনা নিয়েই প্রকাশ করতে চাই ‘গণমুক্তি’র পরবর্তী সংখ্যা। সম্ভাব্য আলোচকের নাম ও যোগাযোগের সূত্র জানালেও কৃতার্থ হব। আপনার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বর্তমান সংখ্যাটি সমৃদ্ধ হোক, আপাতত এই প্রার্থনা। আর যদি আপনার কাছ থেকে এক বা একাধিক আলোচনা-নিবন্ধ পাই, তাহলে অগ্রীম অভিনন্দন।

শুভাকাক্সক্ষী
তপন বাগচীঅতিথি সম্পাদক, গণমুক্তি (বিশেষ উপন্যাস সংখ্যা)

সংযুক্তি : প্রস্তাবিত উপন্যাস তালিকা
ঔপন্যাসিক উপন্যাস বিষয় প্রস্তাবিত আলোচক১. মীর মশাররফ হোসেন বিষাদসিন্ধু মিথ ড. আবুল আহসান চৌধুরী২. অজয় ভট্টাচার্য অরণ্যানী মিথ ৩. শওকত আলী প্রদোষে প্রাকৃত মিথ ৪. সৈয়দ শামসুল হক আয়নাবিবির পালা মিথ ড. মোস্তফা তরিকুল আহসান৫. বিপ্রদাশ বড়–য়া শ্রমণ গৌতম মিথ ৬. রিজিয়া রহমান বঙ থেকে বাংলা মিথ ৭. সেলিনা হোসেন কালকেতু ও ফুল্লরা মিথ ৮. নৃপেন্দ্রলাল দাশ গার্গী মিথ ৯. আবদুল মান্নান সৈয়দ শ্রাবস্তীর দিনরাত্রি মিথ ১০. মুহম্মদ নূরুল হুদা জন্মজাতি মিথ সুব্রতকুমার দাস১১. আহমদ ছফা সূর্য তুমি সাথী ধর্মান্তর ১২. মকবুলা মনজুর কালের মন্দিরা মিথ ১৩. জাকির তালুকদার মুসলমানমঙ্গল মিথ ১৪. মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদীর মাঝি নিম্নবর্গ ১৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলী বাঁকের উপকথা নিম্নবর্গ ১৬. নরেশচন্দ্র সেনগুপ্ত রক্তের ঋণ নিম্নবর্গ ড. সরকার আবদুল মান্নান১৭. জগদীশ গুপ্ত অসাধু সিদ্ধার্থ নিম্নবর্গ ড. সরকার আবদুল মান্নান১৮. অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নাম নিম্নবর্গ ১৯. অমিয়ভূষণ মজুমদার মহিষকুড়ার উপকথা নিম্নবর্গ ২০. সতীনাথ ভাদুড়ী ঢোঁড়াই চরিতমানস নিম্নবর্গ ২১. সত্যেন সেন বিদ্রোহী কৈবর্ত নিম্নবর্গ ড. সৌমিত্র শেখর২২. সত্যেন সেন সেয়ানা নিম্নবর্গ ২৩. মনোজ বসু নিশিকুটুম্ব নিম্নবর্গ ২৪. আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা নিম্নবর্গ ড. সরিফা সালোয়া ডিনা২৫. মুহম্মদ লুৎফর রহমান পথহারা নিম্নবর্গ ২৬. কায়েস আহমেদ নির্বাসিত একজন নিম্নবর্গ হামিদ কায়সার২৭. মাহমুদুল হক অনুর পাঠশালা/কালোবরফ নিম্নবর্গ ২৮. হোসেনউদ্দিন হোসেন সাধুহাটির লোকজন নিম্নবর্গ বেনজীন খান২৯. কপিলকৃষ্ণ ঠাকুর উজানতলীর উপকথা নিম্নবর্গ যতীন বালা৩০. সমরেশ বৈদ্য পিতৃগণ নিম্নবর্গ জাকির তালুকদার৩১. ব্রজেন মল্লিক কলার মান্দাস নিম্নবর্গ ৩২. জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় মানুষের রঙ নিম্নবর্গ ৩৩. শরৎচন্দ্র মজুমদার অসিত ঢালীর গড় নিম্নবর্গ ৩৪. সুধীর মল্লিক অরণ্যের অন্ধকার নিম্নবর্গ ৩৫. সরোজকুমার দত্ত সিন্ধু থেকে গঙ্গারিডি নিম্নবর্গ ৩৬. যতীন্দ্রনাথ মজুমদার সন্ধ্যা নিম্নবর্গ ৩৭. মোসাদ্দেক আহমেদ পোড়ামাটির ভাস্কর্য নিম্নবর্গ রফিকুর রশীদ৩৮. হরিশংকর জলদাস জলপুত্র নিম্নবর্গ নুরুদ্দিন জাহাঙ্গীর৩৯. মহাশ্বেতা দেবী চট্টি মুণ্ডা ও তাঁর তীর আদিবাসী ৪০. রিজিয়া রহমান একাল চিরকাল আদিবাসী ৪১. মুহম্মদ আবদুল জলিল ডোমান খালকোর অকালপ্রয়াণ আদিবাসী ড. তপন বাগচী৪২. অঞ্জলি লাহিড়ী বিলোরিস আদিবাসী হুমায়ূন রহমান৪৩. শিহাব সরকার ? আদিবাসী ৪৪. হুমায়ুন মালিক এ এক ভাস্কর্যের জীবনকথা আদিবাসী ৪৫. আবদুল গাফফার চৌধুরী চন্দ্রদ্বীপের উপাখ্যান ক্ষয়িষ্ণু জমিদার ৪৬. আবু জাফর শামসুদ্দিন ভাওয়াল গড়ের উপাখ্যান ক্ষয়িষ্ণু জমিদার ড. অনীক মাহমুদ৪৭. শহীদুল্লা কায়সার কৃষ্ণচূড়া মেঘ উদ্বাস্তু ড. সরিফা সালোয়া ডিনা৪৮. হাসান আজিজুল হক আগুনপাখি উদ্বাস্তু ড. সরিফা সালোয়া ডিনা৪৯. নির্মলেন্দু গুণ দেশান্তর উদ্বাস্তু ৫০. হরিপদ দত্ত মোহাজের উদ্বাস্তু ৫১. অসীম সাহা উদাসীন দিন উদ্বাস্তু ৫২. প্রশান্ত মৃধা মৃত্যুর আগে মাটি উদ্বাস্তু ৫৩. নুরুদ্দিন জাহাঙ্গীর উদ্বাস্তু উদ্বাস্তু ড. তপন বাগচী৫৪. রবিশঙ্কর মৈত্রী জলগৃহ উদ্বাস্তু ৫৫. নকুল মল্লিক ক্ষমা নেই উদ্বাস্তু ড. তপন বাগচী৫৬. শিমুল মাহমুদ শীলবাড়ির চিরায়ত কাহিনী উদ্বাস্তু অনুপম হাসান৫৭. আর্জুমন্দ আলী প্রেম-দর্পণ আন্তঃধর্ম সম্পর্ক হুমায়ুন রহমান৫৮. ইবনে নূর হিন্দু নারী আন্তঃধর্ম সম্পর্ক ৫৯. নজিবর রহমান পরিণাম আন্তঃধর্ম সম্পর্ক ড. শেখ রেজাউল করিম৬০. আহমদ ছফা সূর্য তুমি সাথী আন্তঃধর্ম সম্পর্ক ৬১. মঞ্জু সরকার প্রতিমা উপাখ্যান আন্তঃধর্ম সম্পর্ক ৬২. ইমদাদুল হক মিলন অধিবাস আন্তঃধর্ম সম্পর্ক ৬৩. সুনীল গঙ্গোপাধ্যায় লালন বাউল মাসুদ রহমান৬৪. লীনা চাকী বাউলের চরণদাসী বাউল ৬৫. রণজিতকুমার সেন বাউলরাজা বাউল ৬৬. হুমায়ুন কবির নদী ও নারী অন্তঃবাসী ৬৭. কাজী আফসারউদ্দিন আহমেদ চর-ভাঙ্গা-চর অন্তঃবাসী ৬৮. শহীদুল্লা কায়সার কৃষ্ণচূড়া মেঘ উদ্বাস্তু ৬৯. শামসুদ্দীন আবুল কালাম কাশবনের কন্যা অন্তঃবাসী ৭০. সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু অন্তঃবাসী ৭১. সরদার জয়েনউদ্দীন আদিগন্ত অন্তঃবাসী ড. ফজলুল হক সৈকত৭২. আবু ইসহাক পদ্মার পলিদ্বীপ অন্তঃবাসী ৭৩. আলাউদ্দিন আল আজাদ কর্ণফুলী অন্তঃবাসী ৭৪. আবুবকর সিদ্দিক জলরাক্ষস অন্তঃবাসী ৭৫. সফিউদ্দীন আহমদ অপূর্ব অপেরা ক্ষুদ্র পেশা জাকির তালুকদার৭৬. কামরুজ্জামান জাহাঙ্গীর পদ্মাপাড়ের দ্রৌপদীরা ক্ষুদ্র পেশা হূমায়ুন মালিক৭৭. হুমাযুন রহমান বাওয়ালী উপাখ্যান ক্ষুদ্র পেশা ড. বিশ্বজিৎ ঘোষ৭৮. সালমা বাণী ভাংগারি ক্ষুদ্র পেশা ৭৯. পাপড়ি রহমান বয়ান ক্ষুদ্র পেশা ৮০. বিপ্লব দাশ কিম্পুরুষ হিজড়া রবিশঙ্কর মৈত্রী৮১. নাসিমা আনিস মোহিনীর থান হিজড়া